ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড
জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বিএম কলেজের কেন্দ্রে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে সুমি খাতুন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত সালমা খাতুন শুক্রবার দুপুরে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুমি খাতুন ধাপেরহাট ইউনিয়নের আরাজি ছত্রগাছা গ্রামের হামেদ আলী মেয়ে। তিনি আমবাগান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ধাপেরহাট বিএম কলেজের অধ্যক্ষ আবদুর রহমান জানান, এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র চলাকালে ধাপেরহাট আমবাগান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোছাম্মত লিলা খাতুনের পক্ষে সুমি আক্তার পরীক্ষায় অংশ নেন। সুমির পরীক্ষা দেওয়ার বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়।
সুমি খাতুনকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর (৩) ধারার ক্ষমতা বলে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত সুমি সাদুল্যাপুর থানা হাজতে রয়েছেন। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।