ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে পেট্রোলবোমা হামলা

Motriপাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন ইয়ার্ডের মধ্যে লোকোশেড নামক স্থানে পৌঁছলে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ২-৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পেট্রোলবোমাগুলো ইঞ্জিনের নিচে রেললাইনের উপর পড়ে বিস্ফোরিত হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে ফিরিয়ে এনে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ট্রেনেরও কোনো ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে জানান ওসি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend