চার জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
চলমান হরতাল-অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে চার বিভাগীয় ও জেলা শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
জেলাগুলো হলো— ঢাকায় ২০, চট্টগ্রামে ৬, বরিশালে ৫ ও কুষ্টিয়া শহরে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের চাহিদার ভিত্তিতেই এই বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা বলেন, ‘রবিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তবে সকাল থেকে সারাদেশে বিজিবি মোতায়েন হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে শনিবার মহাসড়কের নিরাপত্তাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সারাদেশে ২৪৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল।