কলাপাড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মনির তালুকদারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউনিয়নের ইসলামপুর গ্রামের সুলতান গাজী ও ভদ্দর বাড়ির মাঝামাঝি স্থানে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মনির তালুকদারের স্ত্রী মনিরা সুলতানা এ ঘটনার জন্য তার ফুফাতো ভাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল হাই তালুকদারকে দায়ী করেছেন।
হত্যাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা মনির তালুকদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাশ বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
মনির তালুকদারের স্ত্রী মনিরা সুলতানা অভিযোগ করে বলেন, ‘এই হত্যার পেছনে তার ফুপাতো ভাই আবদুল হাই তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত। আবদুল হাই নিজে উপস্থিত থেকে সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এর আগেও তাকে কয়েকবার মারার চেষ্টা করেছে। এই ভয়ে সে বেশ কিছুদিন ঢাকায় আশ্রয় নিয়েছিল। আমি পুলিশ প্রশাসনের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য দাবি জানাই।’
অভিযুক্ত আবদুল হাই তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।
তার স্ত্রী চম্পা বেগম নিহতের পরিবারের অভিযোগ অস্বীকার করে ফোনে বলেন, ‘তাদের সঙ্গে কোন বিরোধ নেই। এর আগে স্কুল নির্বাচন নিয়ে তাদের সঙ্গে বিরোধ ছিল। তবে তা মিটিয়ে ফেলা হয়।’
চম্পা বেগম আরও বলেন, ‘নিহত মনির তালুকদারের সঙ্গে ওই এলাকার বিভিন্ন লোকের সঙ্গে জমি ও মাছের ঘের ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আমাদের সঙ্গে তাদের পরিবারের পূর্বের ওই বিরোধকে কাজে লাগিয়ে কেউ তাকে হত্যা করতে পারে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. আজিজুর রহমান বলেন, প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে জড়িতদের অবশ্যই গ্রেফতার করা হবে।