গাইবান্ধায় শিবির সভাপতিসহ গ্রেফতার ২০
জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন শিবিরির সভাপতি আইয়ুব আলীসহ (২৫) বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আইয়ুব আলী পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন শিবিরের সভাপতি। তিনি ফরকান্দাপুর গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উপজেলার বিভিন্নস্থানে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় নাশকতার মামলা রয়েছে।
তদন্তের স্বার্থে বাকিদের পরিচয় জানানো সম্ভব নয় বলে জানান ওসি।