বাংলাভিশনের টক শো ‘ফ্রন্টলাইন’ বন্ধ

Banglavissiবেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় টক শো ফ্রন্টলাইন বন্ধ হয়ে গেছে। বাংলাভিশন কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অনুষ্ঠানটির উপস্থাপক দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, টক শো’টি বাংলাভিশন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে কী কারণে বন্ধ হয়েছে তা তিনি জানেন না।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর যাবৎ সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে সম্প্রচারিত টক শো ফ্রন্টলাইন বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
এ অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করতেন। টেলিফোনে সাধারণ দর্শকদেরও অংশ নেওয়ার সুযোগ ছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend