‘বিচারকাজে বিরত থাকতে বিচারপতিদের অনুরোধ’
প্রধান বিচারপতিসহ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিদের হরতাল-অবরোধের সময় আদালতের বিচারকাজ পরিচালনা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক রবিবার এ অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট এম এ খালেক ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের স্বাক্ষর সংবলিত রেজুলেশনে এই অনুরোধ জানানো হয়।
এতে জানানো হয়, ‘হরতাল চলাকালীন সময়ে সকল নিরাপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আদালতের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ হতে আইনজীবীদের বিরত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।’
একই সঙ্গে যানবাহনে পেট্রোলবোমা নিক্ষেপ ও পুলিশর বন্দুকযুদ্ধের মাধ্যমে মানুষ হত্যার নিন্দা জানানো হয়েছে সভা থেকে।
রেজুলেশনে দেশব্যাপী আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি করা হয়েছে।
এছাড়া প্রধান বিচারপতির অনুরোধের প্রেক্ষিতে সকল আইনজীবীকে পরিচয়পত্র পরিধান করার জন্যও বলা হয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্তে।