যৌন অতৃপ্তি, সঙ্গীর আক্রমণে মৃত্যু প্যাঁচার
‘প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি’।
সুকুমার রায়ের বিখ্যাত লাইন। আজকের দিনে সত্যিই কোনও প্যাঁচা তার প্যাঁচানিকে একথা বললে কী হতে পারে দেখা গেল পোল্যান্ডের নিসজিয়ানস্কা অভয়ারণ্যে। তবে এক্ষেত্রে শুধু মুখের কথায় ব্যাপার মেটেনি। যা ঘটেছে, তা খানিকটা ‘প্রাপ্তবয়স্কদের জন্য’।
পূর্ণ বয়স্ক একটি মাদি স্নোয়ি আউলের যৌন চাহিদা না মেটায় সে সঙ্গীকে মেরে তাকে অর্ধেক খেয়ে ফেলে।
প্যাঁচাটির নাম ‘ব্ল্যাক উইডো’।
স্বভাব বেশ রাশভারি এবং হিংস্র হওয়ার জন্যই তার এমন নাম দেওয়া হয়েছে। অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েক মাস যাবৎ প্যাঁচাটিকে বেশ অখুশি দেখাচ্ছিল। সে জন্য তাঁরা ঠিক করেন, এর একটি সঙ্গী খুঁজে দেওয়া হবে। খুঁজে পেতে জার্মানি থেকে তার জোড়াটিকে এনে ব্ল্যাক উইডোর সঙ্গে ছেড়ে দেওয়া হয়। দিন দু’য়েক পর্যন্ত ব্যাপার ঠিকঠাকই ছিল। কিন্তু তৃতীয় দিনেই পুরুষ প্যাঁচাটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, তার শরীরে অর্ধেক মাংস প্রায় ছিন্নভিন্ন হয়ে ছিল।
দেহাবশেষ নিয়ে ময়নাতদন্ত করে দেখা যায়, ব্ল্যাক উইডোর আক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিকিৎসকরা বলেন, দেখা যায় পুরুষ সঙ্গীটির যৌনাঙ্গ ঠিকভাবে বেড়ে ওঠেনি। দুইদিন ধরে যৌন চাহিদা না মেটায় শেষ পর্যন্ত অবসাদগ্রস্ত হয়েই ব্ল্যাক উইডো তাকে আক্রমণ করে।
সূত্র: এই সময়