হাইকোর্টে নতুন ১০ বিচারপতি নিয়োগ

highসুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১০ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ নতুনভাবে ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি নিয়োগ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সোমবার এক আদেশ জারি করা হয়েছে।
এই দশজন হলেন—সুপ্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ারদী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ন দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই বছর পর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশর সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে আলোচনার প্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend