যৌথবাহিনীর চিরুনি অভিযান চলছে
দেশের চলমান রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে পুলিশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর চিরুনি অভিযান চলছে। শনিবার থেকে শুরু হওয়া চিরুনি অভিযানের সোমবার তৃতীয় দিন চলছে।
রাজধানীর মতিঝিল ও গুলশান বিভাগের এলাকাগুলোতে রাত ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। মতিঝিল বিভাগের খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর এবং গুলশান বিভাগের বাড্ডা, ভাটারা, খিলক্ষেতসহ বেশকিছু এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
গোয়েন্দাদের হাতে ৭৭৯ নাশকতাকারীর নামের তালিকা রয়েছে। তালিকায় পেট্রোল ও হাতবোমা প্রস্তুত, নিক্ষেপ ও সরবরাহকারী এবং অর্থ যোগানদাতাসহ পরিকল্পনাকারীদের নাম রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এর প্রেক্ষিতে একেক দিন একেক এলাকায় অভিযান চালানো হচ্ছে।
পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো. আনোয়ার হোসেন বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নাশকতাকারীদের প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে শনি ও রবিবার রাজধানীর ওয়ারী ও মিরপুর বিভাগে যৌথবাহিনীর চিরুনি অভিযান পরিচালিত হয়।