খাদ্যে ভেজালের দায়ে জামালপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরে খাদ্যে ভেজাল মেশানোর দায়ে দুই বেকারি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিসিক শিল্পনগরী এলাকায় সোমবার দুপুরে এক অভিযানে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে শহরের বিসিক শিল্পনগরীতে অভিযানটি চালানো হয়।
এ সময় ‘মধুমতি ফুড প্রোডাক্টস’-এর মালিক খায়রুল ইসলামের বিরুদ্ধে খাদ্যে কৃত্রিম রং মেশানোর অভিযোগে ১০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লেবেলে খাদ্য উৎপাদনের তারিখ না থাকায় ‘বসতি ফুড প্রোডাক্টস’-এর মালিক মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।