আশুলিয়ায় বাসে আগুন
আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেট এলাকায় সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই বাসে থাকা যাত্রী রফিক ও তাছলিমা জানান, রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে থেকে ৮-১০ জন যাত্রী বাসটিতে (ঢাকা মেট্রো-জ-১৪-৩২৩৫) উঠে। গাড়িটি রউফ গেটের কাছাকাছি পৌঁছলে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে ভয় দেখিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। তারা যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানান রফিক। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, গাড়িটি উদ্ধার করে থানায় আনা হলেও আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।