ককটেল বিস্ফোরণ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বহিষ্কার
ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের স্থায়ীভাবেও বহিষ্কার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল আটটার দিকে হাতবোমা ফাটিয়ে পালানোর সময় পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. শাহাদাত নাসির শুভ ও আরবি বিভাগের হাসানুর রহমানকে পথচারীরা ধরে র্যাবের হাতে তুলে দেয়। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিষয়টি শৃঙ্খলা পরিষদের পরবর্তী সভায় উপস্থাপিত হবে।
র্যাব জানিয়েছে, ককটেল বিস্ফোরণের পরে পথচারীরা ওই দুজনকে ধরে গণপিটুনি দেন। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।