সিলেট ওসমানী মেডিকেলে ১০ শিশুর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল সাতটার মধ্যে এ সব শিশু মারা যায়।
স্বজনদের অভিযোগ- ডাক্তারদের ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা. মনুজ্জির আলী দ্য রিপোর্টকে ১০ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত শিশু বিভাগের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে ওই শিশুরা মারা যায়।
চিকিৎসকের অবহেলার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, গর্ভকালীন সময়ে সমস্যা থাকায় কয়েক শিশু এবং বাকিরা ঠাণ্ডাজনিত সমস্যা, ডায়রিয়া ও জন্মগত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সঠিক কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।