শেরপুরে হাতেনাতে ২ ডাকাত গ্রেফতার
শেরপুর শহরের খরমপুর মহল্লায় এক ডাক্তার ও কলেজের প্রভাষক দম্পতি’র বাসায় ডাকাতিকালে স্থানীয় জনতা হাতেনাতে ২ ডাকাতকে আটক করে পুুলিশে দিয়েছে। ৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাত দু’জন হচ্ছে খলিল মিয়া (৪৫) ও মিজান মিয়া (৪০)।
জানা যায়, সোমবার দুপুর ১২ টায় জেলা সাব-রেজিষ্টার অফিসের কর্মচারী মো. হুমায়ুন কবিরের তিন তলা ভবনের নিচতলার কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রথমে বাড়ীর ভিতর প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে দুই ডাকাত। পরে ওই ভবনের তিন তলার ভারাটিয়া নকলা উপজেলায় কর্মরত ভেটেনারী ডাক্তার মো. শহিদুর ইসলামের বাসায় প্রধান দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ওই ডাক্তার এবং তার স্ত্রী নালিতাবাড়ী কলেজের প্রভাষক সুষমা বেগম তাদের ঘরে তালা লাগিয়ে নিজ নিজ কর্মস্থলে ছিলেন। পরে ঘরের আলমিরার তালা খুলে এবং ঘরের অন্যান্য আসবাবপত্র তছতছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে বের হওয়ার সময় ওই ভবনের পাশের ভাড়াটিয়া ঘরের ভিতর শব্দ শুনে ডাক-চিৎকার করে আশপাশের লোক জড়ো করে। পরে এলাকাবাসী বাড়ীর মূল ফটক ঘেরাও করে পুলিশে খবর দেয়। এদিকে ওই ডাকাতদ্বয় ঘর থেকে বের হওয়ার জন্য বাথ রুমের ভেন্টিলেটর ভেঙ্গে তিন তলা থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলাকাবাসীকে ভয় দেখায়। কিন্তু এলাকাবাসীর ধাওয়ায় উপর থেকে নিচে নামতে পারেনি। ইতিমধ্যে শেরপুর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ এসে ডাকাতদেরকে হাতেনাতে আটক করে ডাকাতির মালামাল উদ্ধার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে দিনের বেলা ডাকাতির খবর পেয়ে শেরপুরের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।