বিএনপির কাছে ক্ষমতা বড় : এরশাদ
বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তাদের (বিএনপি) কাছে ভোট বড়, ক্ষমতা বড়। আগামী প্রজন্মের পরীক্ষা তাদের কাছে বড় নয়। তাদের কাছে বড় কীভাবে তারা ক্ষমতায় যাবে।’
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুধবার বিকেলে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পেট্রোলবোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না মন্তব্য করে এরশাদ বলেন, ‘হত্যার রাজনীতি, রাজনীতিকে হত্যা করে। এই রাজনীতিকে নির্বংশ করতে হবে। এ রাজনীতি পরিত্যাগ করতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা ঘরে বসে থাকার রাজনীতি করছি। কোন দেশে বাস করছি, রাতের আঁধারে পার্টি অফিসে যেতে পারি না। আজ আমার ছেলেকে স্কুলে পাঠাতে পারছি না। কী স্বাধীন দেশ?’
এরশাদ বলেন, “নিয়তির কী নির্মম পরিহাস। যাদের কাছে আমরা ভোট ভিক্ষা করি তারাই প্রাণ ভিক্ষা চাইছে। তারা বলছে, ‘আমাদের পুড়িয়ে মেরো না।’ কিন্তু তাদের কান্না আমাদের কানে পৌঁছায় না। ক্ষমতার রাজনীতির মুখে থুতু দিই।”
সাবেক এই রাষ্ট্রপতি প্রশ্ন রাখেন— ঘরে থাকলে ক্ষুধার আগুন আর বাইরে গেলে পেট্রোলবোমার আগুন। তাহলে মানুষ যাবে কোথায়?
দেশে বর্তমানে অসুস্থ রাজনীতি চলছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা কোনো অসুস্থ রাজনীতি চাই না। আমরা এর অবসান চাই।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘রাজনীতিকরা আজ সমাজের ঘৃণ্যবস্তু। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে, সোহরাওয়ার্দীকে দেখেছি। তাদের আমরা স্মরণ করি। কিন্তু আমাদের কেউ স্মরণ করবে না। ঘৃণা করবে। আমরা আজ যে ঘৃণার রাজনীতি সৃষ্টি করেছি তার শিকার আজ আমরাই।’
জাতীয় যুব সংহতি মহানগর (দক্ষিণ) সভাপতি হারিছ মো আবুল বাশারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও মহিলা পার্টির সাধারণ সম্পাদক মৌসুমী হোসাইন প্রমুখ।