আন্দোলন তীব্র করে সরকার পতনের আহ্বান জামায়াতের
চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতন ঘটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
এক বিবৃতিতে বুধবার সন্ধ্যায় অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, ‘বুধবার সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের প্রায় ৩শ’ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’
জামায়াতের এ শীর্ষ নেতা বিবৃতিতে বলেন, ‘দেশের সাড়ে ১৬ কোটি জনগণ জালেম সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে। জনগণের আন্দোলনের তোড়ে দিশেহারা স্বৈরাচারী সরকার আন্দোলন দমনের জন্য নির্বিচারে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় চারগুণ লোককে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধসহ নেতাকর্মীদের স্ত্রী, কন্যা, পুত্র ও আত্মীয়-স্বজনদের আটক করছে। নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করছে। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। তারা সাধারণ মানুষের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করছে।’
বিবৃতিতে তিনি দাবি করেন, ‘দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ক্যাডাররা পরিকল্পিতভাবে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ায় আওয়ামী লীগ নেতা সোহাগ বাড়িতে বোমা বানানোর সময় বোমা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুল হারিয়েছে। এ ঘটনায় আরও একবার প্রমাণিত হল যে, আওয়ামী লীগের নেতাকর্মীরাই সন্ত্রাসের আসল নায়ক। তারাই সারাদেশে বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে রাজনীতিশূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’