শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পৌর সদরের শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে সকালে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক সম্মেলনটি উদ্ভোধন করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক খাদ্য মন্ত্রী, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আঃ রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এম.পি, স্থানীয় এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রভাষক ফাতেমাতুজ্জুহুরা শ্যামলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. চন্দন কুমার পাল।
দীর্ঘ দিন পর শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়া ও আহবায়ক কমিটি গঠনের পর আহবায়ক কমিটি ও স্থানীয় সংসদ সদস্যের মধ্যে বিরোধ সংঘর্ষে রুপ নেয়ায় এ সম্মেলন কে ঘিরে যেমন আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে সাজ সাজ রব পরে গেছে তেমনি সাধারন মানুষের মধ্যে সম্মেলনকে ঘিরে উৎসুক তৈরী হয়েছে।
তবে আওয়ামীলীগ কাউন্সিলরদের সাথে আলাপ করে জানা গেছে, সভাপতি পদে আশরাফ হোসেন খোকা ছাড়া অন্য কারও প্রার্থী হওয়ার সম্ভাবনা নাই। তাই আবারো বিনা প্রতিদ্বন্দিতায় আবারো সভাপতি হতে যাচ্ছেন স্বাধীনতার পর থেকেই শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বদানকারী বর্ষিয়ান নেতা ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা এটা প্রায় নিশ্চিত মনে করে অধিকাংশ কাউন্সিলর। অপরপক্ষে সাধারন সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন যুগ্ন আহবায় মোঃ আঃ মতিন, যুগ্ম আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন। এমপি ফজলুল হক চাঁন গ্রুপ থেকে সাধারন সম্পাদক পদে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহর নাম শুনা যাচ্ছে।