শেরপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ১৫ ফেব্রুয়ারি শুরু
শেরপুরে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হবে। শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন হুইপ মো. আতিউর রহমান আতিক। ডিজিটাল মেলা উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। এবারের ডিজিটাল মেলায় সরকারী ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও‘র ২৩ টি স্টল স্থাপন করা হবে। মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন সেবা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, অনলাইন ক্যুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগীতা এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম, ইনোভেশন ও আউটসোর্সিং সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত ডিজিটাল মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, পৌর প্যাণেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, সহকারী তথ্য অফিসার মো. জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন উপজেলার ইউএনও এবং কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এতে উপস্থিত ছিলেন।