জামালপুরের মেলান্দহে সংঘর্ষে আহত ২০
জেলার মেলান্দহে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বালুরচর গ্রামের মোল্লা গোষ্ঠী ও বলদা গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষ লাঠিসোটা ও দেশী অস্ত্র নিয়ে একে অপরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন।
আহতরা হলেন- ফজলুল হক (৬৫), সাহেব আলী (৬০), সরোয়ার হোসেন (৪৫), হাবিবুর (৩২), বাবুল (৪০), গোলাপ আলী-১ (৩২), গোলাপ আলী-২ (৪০), সোহেল (২৮), সাদা মিয়া (৩০), ওয়াদুদ (২৫), আব্দুস সালাম (৪৫), বেলাল (৩০), নাগর আলী (৪৫), মন্টু (৩৪), তোফাজ্জল (৪৮)। তাৎক্ষণিক অন্যদের নাম পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাছিমুল ইসলাম জানান, আহতদের মেলান্দহ, ইসলামপুর, জামালপুর ও ময়ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।