অটোরিকশায় ককটেল নিক্ষেপ, ভাই-বোনসহ আহত ৩
বিয়ের শপিং করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ককটেল হামলার শিকার হয়েছেন ভাই-বোনসহ তাদের খালা।
রাজধানীর ধানমন্ডির স্টার কাবাব হোটেলের সামনে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন— মোশাররফ হোসেন (২৮), ছোট বোন ফরিদা সুলতানা পপি (২৪) ও খালা শাহিন আক্তার (৪০)।
খালা শহিন আক্তার জানান, ভাগ্নে মোশাররফের বিয়ের অনুষ্ঠানের শপিং করতে তারা এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিংমলে যাচ্ছিলেন। অটোরিকশাটি ধানমন্ডির স্টার কাবাবের সামনে এলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে তারা আহত হন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বহুতল ভবনের উপর থেকে কে বা কারা সড়কের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।