বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ
জেলার পলাশ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ট্রেনের বগি লাইনচ্যুতের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।