রাতে হোটেলে দেরিতে ফেরায় আফ্রিদিসহ আট পাক ক্রিকেটারকে জরিমানা
রবিরার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড় বিতর্কে জড়ালেন পাকিস্তানের ক্রিকেটাররা। গত রবিরার সিডনিতে পাকিস্তানের আটজন খেলোয়াড় রাতে দেরিতে হোটেলে ফেরায় জরিমানা ও সতর্ক করা হল। শাহিদ আফ্রিদি ও ওপেনার আহমেদ শেহজাদসহ এই আটজন পাক ক্রিকেটারকে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ চিমা যিনি প্রাক্তন সেনাকর্মী, আটজন পাকিস্তানি ক্রিকেটার ৪৫ মিনিট দেরীতে সিডনির টিম হোটেলে আসায় এই জরিমানা করলেন। ক্রিকেটাররা তাদের বন্ধুদের বাড়িতে ডিনার করতে গিয়ে এই দেরি হয় বলে জানা গিয়েছে। আট ক্রিকেটার এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় ফের এমন কাজ করলে পরের বিমানেই দেশে পাঠিয়ে দেওয়া হবে।
বিদেশে সফরে গিয়ে পাক ক্রিকেটারদের এমন কাজ অবশ্য নতুন নয়। এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে। তবে ভারতের ম্যাচের আগে হওয়ায় আফ্রিদিদের এই শাস্তির ঘটনা আলাদা মাত্রা পেয়েছে।
সূত্র: কলকাতা