রোকেয়া হল, টিএসসি ও দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় আজ বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন শাফি আলম, মো. সোহেল, নুরুল আমিন ও মিনজু মিয়া। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে রোকেয়া হলের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে শাফি আলম আহত হন। তাঁর ঘাড়ে ককটেলের স্প্লিন্টার লাগে। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাত পৌনে আটটার দিকে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে চা–দোকানি মো. সোহেল আহত হন। তাঁর ডান পায়ে ককটেলের স্প্লিন্টার লাগে। প্রায় একই সময়ে দোয়েল চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণে রিকশাচালক মিনজু মিয়া ও আরোহী নুরুল আমিন আহত হন। দুজনেরই বাঁ–পায়ে স্প্লিন্টার লাগে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।