প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়াই কাল হলো আতাউরের
প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়াটাই কাল হলো ক্ষুদ্র ব্যবসায়ী আতাউর রহমানের। ‘দুর্বৃত্ত’ ভেবে পুলিশ তার পায়ে গুলি করেছে বলে দাবি করেছেন ২৭ বছর বয়সী এই ব্যবসায়ী।
তবে পুলিশের দাবি, ধোলাইপাড়ে বিআরটিসি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনার পর গুলিবিদ্ধ আতাউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোণার খালিয়াজুরির কৃষ্ণপুরের জসিম উদ্দিনের ছেলে আতাউর। যাত্রাবাড়ির দীন মোহাম্মদ মার্কেটের পাঁচতলায় সাদিয়া অ্যামব্রডায়েরি হাউজ নামে তার একটি দোকান আছে।
আতাউর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে ধোলাইপাড়ে সিএনজি পাম্পের সামনে প্রসাব করতে বসি। তহন হঠাৎ কইরা পোলাপাইন আইসা আমারে মারতে মারতে পুলিশের কাছে তুইলা দেয়।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কিছু বোঝনের আগে পুলিশ আমার পায়ে গুলি কইরা হাসপাতালে নিয়া আসে। আমি ব্যবসা ছাড়া কোন কিছু করি না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে ওই মার্কেটে যান, আমি সত্য কইছি না মিথ্যা তার প্রমাণ পাইবেন।’
আতাউরের চাচা মুহাম্মদ কবির বলেন, ‘আতাউর আমার ভাতিজা হয় আবার একই মার্কেটে আমরা একলগে ব্যবসা করি। বিকাল ৪টার পর থেকে ভাতিজার লগে যোগাযোগ হয় নাই। পরে রাত সাড়ে ১০টায় টিভির খবরে দেখতে পাইয়া হাসপাতালে আইছি।’
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় যাওয়ার পথে আতাউর বিআরটিসি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়।’
আতাউরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেন পুলিশের ওই এসআই।