একদিনে দুই পরীক্ষা নয় : নাহিদ
হরতালের কারণে ঘাটতি পুষিয়ে নিতে এসএসসিতে এক দিনে দুইটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসির তৃতীয় দিন ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুক্রবার শুরু হয় সকাল নয়টায়। সকালে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।
এ সময় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এর আগে এক দিনে দুই পরীক্ষা হবে কিনা- মন্ত্রীর কাছে এ ধরনের উৎকণ্ঠা প্রকাশ করেন অভিভাবকরা।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, এক দিনে দুইটি পরীক্ষা নিতে। অনেকেই এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু এ প্রজন্মের ছেলেমেয়েরা এভাবে বেড়ে ওঠেনি। তারা এক দিনে দুইটি পরীক্ষা দিতে চায় না। তাই প্রয়োজনে সময় বেশী লাগুক, কিন্তু এক দিনে দুইটি পরীক্ষা নেওয়া হবে না।’
তবে হরতালে পরীক্ষা পিছানোর ঘাটতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় বিকল্প ভাবছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের বিকল্প কৌশল আছে। আমরা তা ভাবছি। কিন্তু কৌশলগত কারণেই তা প্রকাশ করছি না।’
পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘এর জন্য আমাদের ৩০ বছরের খেসারত দিতে হবে। কিন্তু কেউ বিষয়টি বুঝছেন না। নেতারা নিজেদের স্বার্থে ৩০-৪০ বছর পর যে প্রজন্ম দেশকে নেতৃত্ব দিবে তাদের সর্বনাশ করছেন।’
হরতালে পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘হরতাল কেউ মানছে না। রাস্তায় যানজট সৃষ্টি হয় প্রতিদিন। চাইলে আমরা পরীক্ষা নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে হরতাল কেউ না মানলেও, চোরাগোপ্তা পেট্রোলবোমা মারা হচ্ছে। তাই সময় বেশী লাগলেও শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে মূল বিষয়।’