‘বুদ্ধিজীবীদের নিরপেক্ষতার পরিচয় দিতে হবে’ সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘বুদ্ধিজীবীদের আরও সংযত হয়ে নিজেদের নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।’
রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুক্রবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘হুদা সাহেবদের উদ্যোগ বিসমিল্লাহ গলদ হয়ে গেছে। তারা সকল পক্ষের বিশ্বাসযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। তারা সন্ত্রাস-সহিংসতা-নাশকতা বন্ধ করতে না বলে আলোচনা করতে গিয়েছেন। আলোচনা করার জন্য সমতল ভূমির প্রয়োজন। একটা ভাল কাজ খারাপভাবে শুরু করার কারণে নষ্ট হয়ে গেছে। এটা সংশোধন করে আর ঠিক করা যাবে না।’
সুরঞ্জিত বলেন, ‘বিএনপিকে বুঝতে হবে সহিংসতা নিয়ে বেশি দূর আগানো যায় না। জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আগাতে পারবেন না। আপনি কেবল জনগণ নয় নেতৃবৃন্দ থেকেও বিচ্ছিন্ন হচ্ছেন।’
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। আমরা মনে করি না প্রশাসনিকভাবে সমাধান করা যাবে বলে। গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ নামিয়ে আপনাদের প্রতিরোধ করবো।’