শ্রীবরদী উপজেলা আ‘লীগের সম্মেলন চলছে, অস্ত্র সহ সভাপতি প্রার্থীর ছেলে আটক
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন উপলক্ষে শ্রীবরদী পৌরসদর নতুন সাজে সেজেছে। আওয়ামীলীগ নেতাকর্মীদের পদচারনায় শ্রীবরদী বাজার মুখরিত হয়ে পড়েছে। পৌর সদরের শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে দুপুরে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক সম্মেলনটি উদ্ভোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক খাদ্য মন্ত্রী, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আঃ রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এম.পি, স্থানীয় এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রভাষক ফাতেমাতুজ্জুহুরা শ্যামলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. চন্দন কুমার পাল।
এদিকে সম্মেলনে স্থল শহীদ শাহ মুতাছিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে অস্ত্রসহ এমপি ফজলুল হক গ্রুপের সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী লালের ছেলে কায়সার (২২) কে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি চা পাতি উদ্ধার করে। পুলিশ জানায় আটক কায়সারকে শেরপুরে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিথিরা বক্তব্য রাখছেন।