শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ কাউন্সিল খোকা সভাপতি, লিটন সাধারণ সম্পাদক

sribordiশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষিত শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার স্থানীয় শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনটি উদ্বোধন করেন। শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ আহবায়ক, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আঃ রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সুব্রত কুমার দে ভানু প্রমুখ। উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, ঝিনাইগাতি উপজেলা সভাপতি এসএম ওয়ারেশ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু সহ স্থানীয় নেতৃবৃন্দ।জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে সাবেক সভাপতি ও আহবায়ক আশরাফ হোসেন খোকা এবং তাঁর গ্রুপের যুগ্ম আহবায়ক মোতাহারুল ইসলাম লিটন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। অপরদিকে স্থানীয় এমপি আলহাজ্ব প্রকৌ.একেএম ফজলুল হক গ্রুপের সভাপতি পদে মোহাম্মদ আলী লাল ও সাধারন সম্পাদক পদে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রার্থী হন। ভোটে আশরাফ হোসেন খোকা ২৩১ ভোট পেয়ে সভাপতি এবং মোতাহারুল ইসলাম লিটন ২২৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। প্রতিদ্বন্দি প্রার্থী মোহাম্মদ আলী লাল ২৯ ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ৩৪ ভোট পেয়েছেন।দ্বিতীয় অধিবেশনটি সঞ্চলনা করেন জেলা আ‌‌‌’লীগ সাধারন সম্পাদক এ্যাড. চন্দন কুমার পাল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend