লক্ষ্মীপুরে বাসে হামলা
জেলায় একটি যাত্রীবাহী বাসে ‘ককটেল’ হামলায় এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের জকসিন পশ্চিম বাজার এলাকায় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় আলাউদ্দিনকে (৪০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন আলাউদ্দিন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, আলাউদ্দিনের মুখমণ্ডলে কাঁচের আঘাত রয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
আহত আলাউদ্দিন জানান, তিনি নোয়াখালীর চৌমুহনী থেকে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুরের উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে জকসিন বাজার অতিক্রম করার পর দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।
পরে বাসচালক তাকে জকসিন আশা ফিলিং স্টেশনের সামনে নামিয়ে দিলে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করে।
জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বাসে হামলার বিষয়টি স্বীকার করলেও ককটেল নয়, দুর্বৃত্তরা পাটকেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন।