জাপার শান্তি সমাবেশে গুলির অভিযোগ, আয়োজন পণ্ড

ershadবিএনপির হরতাল-অবরোধের প্রতিবাদে জাতীয় পার্টির (জাপা) শান্তি সমাবেশে ৬ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় জাপা আয়োজিত শান্তি সমাবেশ পণ্ড হয়ে যায়। রাজধানীর পোস্তগোলা ব্রিজের পাশে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শ্যামপুরের পোস্তগোলায় স্থানীয় জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে নৌমন্ত্রী শাজাহান খানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘বিএনপির ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে আমরা শান্তি সমাবেশের আয়োজন করি। সমাবেশে সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি সনজীদা খাতুনের ক্যাডার মফিজ ৬ রাউন্ড গুলি ছোড়ে। শাজাহান খান তখনও সমাবেশে আসেননি। এ ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে গেছে।’
শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘স্থানীয় এমপি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে আমরা শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে সাড়ে ৪টার দিকে সনজীদা খাতুনের নেতৃত্বে একটি মিছিল আসে। মিছিল থেকে ৬ রাউন্ড গুলি করা হয়। এরপরই সমাবেশ পণ্ড হয়ে যায়।’
এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে কিনা, জানি না। তবে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend