ঝিনাইগাতীতে মানুষ-হাতি বিরোধ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবনে মানুষ-হাতি বিরোধ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ১৪ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (হিড্স) এবং বন বিভাগের আয়োজনে শনিবার ও রবিবার ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এর বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিড্স এর প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর আব্দুল ওয়াহাব আকন্দ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া আহমেদ, হিড্স এর নির্বাহী পরিচালক রহুল আমিন, কো-ইনভেষ্টিগেটর আনিসুর রহমান, কমিউনিটি ফ্যাসিলেটেটর আনসার আলী, নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও ঝিনাইগাতী প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ দুদু প্রমুখ। উক্ত প্রশিক্ষণে গ্রাম হাতি রক্ষা দলের ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।