শেরপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
শেরপুরে ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে হুইপ মো. আতিউর রহমান আতিক ডিজিটাল মেলার উদ্বোধন করেন। এসময় হুইপ আতিক বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এজন্যই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, পিপি অ্যাডভোকেট চন্দনকুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবারের ডিজিটাল মেলায় সরকারী ই-সেবা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও‘র ২৩ টি স্টল স্থাপন করা হয়েছে।