শেরপুর সোনালী ব্যাংক ফুটবলে ‘নর্দান লায়নস’ চ্যাম্পিয়ন
সোনালী ব্যাংক লিমিটেড কর্মকর্তা-কর্মচারীদের ফুটবল টুর্ণামেন্টে শেরপুর অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে রৌমারী-রাজিবপুর শাখার সমন্বয়ে গঠিত নর্দান লায়নস দল। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নর্দান লায়নস দল ১-০ গোলে সুপার ঈগল দলকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধে খেলার একমাত্র গোল করেন জয়ী দলের শাহ আলম। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সোনালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় জিএম মোরশেদ আলম খন্দকার। এসময় ডিজিএম খান আবউল হোসেন, সহকারী জিএম আব্দুল মোত্তালিব সহ শেরপুর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনিসুর রহমান লিখন জানান, শেরপুর অঞ্চলের ৯ টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নর্দান লায়নস, সুপার ঈগল, কিংস ইলেভেন ও সুপারস্টার নামে ৪ টি দল করে ৭-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সোনালী ফুটবল টূর্নামেন্ট-২০১৫ আয়োজন করা হয়। টূর্নামেন্টটি ব্যাংকের কাজের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্যরকম এক বিনোদনের আমেজ তৈরী করে। তারা প্রতিবছর এ ধরনের খেলাধূলা ও বিনোদনমুলক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।