কণ্ঠশিল্পী বেবী নাজনীন আটক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করেছে পুলিশ। রাত ৭টা ৫৫ মিনিটে তাকে আটক করা হয়। এর আগে সাড়ে ৭টায় খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে কার্যালয়ের সামনে যান তিনি। কিন্তু দীর্ঘ ৩০ মিনিটের বেশি সময় অপেক্ষা করেও খাবার নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। এ সময় তিনি পুলিশের কাছে অনুনয়-বিনয় করে বেবী নাজনীন বলেন, আমি রাজনৈতিক কারণে আসিনি। বিদেশে ছিলাম। আমার মা (খালেদা জিয়া) অভুক্ত আছেন শুনে একটু স্যুপ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। পরে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন। তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।