৮৭তম অস্কার পুরস্কার; সেরা চলচ্চিত্র বার্ডম্যান, পরিচালক ইনারিতু
‘এ্যান্ড দ্য অস্কার গোজ টু’ এ কয়েকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে লস এ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে নামে পিনপতন নীরবতা। তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তার পর শিহরণ যেন সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। তার সঙ্গে যোগ দেয় সারাবিশ্বের কয়েক মিলিয়ন দর্শক। অস্কার পুরস্কার নামে পরিচিত একাডেমি এ্যাওয়ার্ড মঞ্চে বাংলাদেশ সময় সোমবার সকালে বরাবরের মতোই একই ঘটনা ঘটেছে। এবার ছিল পুরস্কারটির ৮৭তম আসর।
এবারের মঞ্চটি ছিল আলজান্দ্রো গঞ্জালেন ইনারিতুর ‘বার্ডম্যান’ এর দখলে। সেরা চলচ্চিত্র, পরিচালকসহ মোট চার বিভাগে চলচ্চিত্রটি অস্কার জিতেছে। অন্যদিকে একই সংখ্যক পুরস্কার জিতেছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’।
বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং) ও সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়ান মুর (স্টিল এ্যালাইস)।
এবার একনজরে পুরস্কারের তালিকা দেখে নেওয়া যাক-
সেরা চলচ্চিত্র : বার্ডম্যান
সেরা পরিচালক : আলজান্দ্রো গঞ্জালেস ইনারিতু (বার্ডম্যান)
সেরা অভিনেতা : এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং)
সেরা অভিনেত্রী : জুলিয়ান মুর (স্টিল এ্যালাইস)
সেরা পার্শ্ব অভিনেতা : জেকে সিমন্স (হুইপল্যাশ)
সেরা পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিসিয়া এ্যারকুইটি (বয়হুড)
সেরা চিত্রনাট্য (সম্পাদিত) : দ্য ইমিটেশন গেম
সেরা মূল চিত্রনাট্য : বার্ডম্যান
সেরা এ্যানিমেশন পূর্ণদৈর্ঘ্য : বিগ হিরো ৬
সেরা এ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য : ফিয়াস্ট
সেরা সিনেমাটোগ্রাফি : বার্ডম্যান
সেরা পোশাক পরিকল্পনা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
সেরা ডকুমেন্টারি পূর্ণদৈর্ঘ্য : সিটিজেনফোর
সেরা ডকুমেন্টারি স্বল্পদৈর্ঘ্য : ক্রাইসিস হটলাইন : ভেটেরান প্রেস ১
সেরা চলচ্চিত্র সম্পাদনা : হুইপল্যাশ
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র : ইডা (পোল্যান্ড)
সেরা লাইভ এ্যাকশন স্বল্পদৈর্ঘ্য : দ্য ফোন কল
সেরা মেকআপ ও চুলসজ্জা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
সেরা সঙ্গীত : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
সেরা প্রোডাকশন ডিজাইন : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
সেরা গান : গ্লোরি- সেলমা
সেরা সাউন্ড এডিটিং : আমেরিকান স্নাইপার
সেরা ভিজ্যুয়াল এফেক্টস : ইন্টারস্টেলার