মান্নার সংবাদ সম্মেলন মঙ্গলবার

Manna‘সৃষ্ট পরিস্থিতি’ নিয়ে নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার দুপুরে এ সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
কয়েকটি গণমাধ্যমে রবিবার ও সোমবার মাহমুদুর রহমান মান্নার ‘টেলিফোন কথোপকথন’ প্রকাশিত হয়।
এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের পূর্বনির্ধারিত গণমিছিল ‘অনিবার্য’ কারণ দেখিয়ে অনুষ্ঠিত হয়নি। গণমিছিলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অংশ নেওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি।
এদিকে সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ প্রসঙ্গে সোমবার সকালে এক সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘যে খোকা সাহেব বিএনপি জোটের সহিংসতার দায়দায়িত্ব স্বীকার করে নিয়েছেন সেই সহিংসতাকারীদের সঙ্গে যারা পরামর্শ করছেন তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছেন। সেই সব চিহ্নিতদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি।’
একই দিন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। একই সঙ্গে তাকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend