স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মালেক
ঢাকার দুই সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের আলোচনার মধ্যে স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) আব্দুল মালেক স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব হওয়ার আগে মালেক স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
জানা গেছে, সোমবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের জন্য সীমানা নির্ধারণের গেজেটসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
একই আদেশে রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।