ঢাকায় হত্যাকাণ্ড বাড়ছে, মফস্বলে কমছে : অর্থমন্ত্রী

abul-mal-abdul-muhit_7500_5420মফস্বলে হত্যাকাণ্ড কমলেও রাজধানী ঢাকায় বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এ্যানেট ডিক্সনের (Annette Dixon) সঙ্গে বৈঠক শেষে দেশের বর্তমান পরিস্থতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
‘দেশের বর্তমান পরিস্থিতি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে কি না’—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনিও কোনো কথা বলেননি।’
মুহিত বলেন, ‘আমার কাছে মনে হয় এটা একটা ওর্থলেস সাবজেক্ট (মূল্যহীন বিষয়)।

এটা নিয়ে আলোচনার কিছু নেই। সন্ত্রাসী একটা কর্মকাণ্ড চলছে, এখানে রাজনৈতিক কিছু নেই। সুতরাং এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’
‘এ পরিস্থিতি চলতে থাকলে ২০১৮ সাল নাগাদ দেশের দারিদ্র সীমার হার ২৪ থেকে ১৪ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে কি না’—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই পরিস্থিতি টিকবে না তো। আমি নিশ্চিত।’
‘কিন্তু ইতোমধ্যে ৫০ দিন অতিক্রম হয়ে গেছে’—সাংবাদিকদের এ কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যে কদিন গেছে এটা মোমেন্ট অব টাইম। মফস্বলে হত্যাকাণ্ড কমছে, এখন তো হত্যাকাণ্ড ঢাকায় বাড়ছে।’
বিএনপির কর্মসূচিকে ‘ওর্থলেস কর্মসূচি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘এ ধরনের একটা ওর্থলেস কর্মসূচি কোনো রাজনৈতিক দল কোনো দেশে দেয়নি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend