‘দয়া করে আমার স্বামীকে হত্যা করবেন না’
‘দয়া করে আমার স্বামীকে হত্যা করবেন না। অপরাধী হলে আইন অনুযায়ী বিচার করুন। তবু হত্যা করবেন না। জীবিত অবস্থায় আমার স্বামীকে ফিরিয়ে দিন।’
র্যাবের উদ্দেশে এভাবেই আর্তনাদ করতে করতে আবেদন জানান তানিয়া আক্তার। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম প্রধানের স্ত্রী। ওই ইউনিয়নের সাবদিন গ্রামের স্থায়ী অধিবাসী তারা।
বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার বলেন, সোমবার বিকেল ৩টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে র্যাব সদস্যরা আমার স্বামীকে (শামীম প্রধান) আটক করেন। তবে র্যাব-১২ আটকের কথা অস্বীকার করছে।
সংবাদ সম্মেলনে বগুড়া শহরের বৃন্দাবন এলাকার শামীমের মামা রাজু আহমেদ জানান, শামীম তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। জলেশ্বরীতলায় শামীম কার কাছে, কেন গিয়েছিলেন তা তিনি জানেন না।
রাজু আহমেদ দাবি করেন, ‘জলেশ্বরীতলা থেকে র্যাব শামীমকে আটক করে বলে আমি আমার এক পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পাই।’
সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমার স্বামীকে আটকের সংবাদ পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে র্যাব-১২ এর কার্যালয়ে গেলে প্রথমে র্যাব সদস্যরা আটকের কথা অস্বীকার করেন। আমি কান্নাকাটি করলে একপর্যায়ে জানালা দিয়ে এক মুহূর্ত আমার স্বামীকে র্যাব কার্যালয়ের একটি কক্ষে দেখতে পাই। এরপর থেকে আর আমার স্বামীর কোনো খোঁজ-খবর জানি না।’
তিনি বলেন, ‘প্রকাশ্যে দিনের বেলায় র্যাব সদস্যরা আমার স্বামীকে আটক করল এবং নিজের চোখে দেখার পরও র্যাব অস্বীকার করছে। আমি আমার স্বামীর প্রাণনাশের আশঙ্কা করছি। আমার স্বামী অপরাধী হলে আইন অনুযায়ী বিচার করুন। তাতে আামাদের কোনো অপত্তি নেই। স্বামীর খোঁজ-খবর না পেয়ে দুই বছরের শিশুপুত্র নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিককের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, র্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের নিকট আমার স্বামী শামীম প্রধানকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার আকুল প্রার্থনা জানাচ্ছি।’
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘শামীম প্রধানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে ৮-১০টি মামলা আছে। তবে তিনি কোথাও আটক আছেন কিনা, তা আমার জানা নেই।’
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোছাদ্দেক ইবনে মুজিব বলেন, ‘শামীম প্রধান নামে কাউকে আটক করা হয়নি। তার স্ত্রী যে দাবি করছেন তা মিথ্যা। র্যাব-১২ কার্যালয়ে সোমবার শামীম ছিলেন আর মঙ্গলবার নেই, এমন কথা অসত্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— শামীমের বোন শ্যামলী আকতার, শ্যালক হাদিউল ইসলাম ও মামা রাজু আহমেদ।