মান্নার আটক নিয়ে পুলিশের বক্তব্যে বিস্মিত বিএনপি
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার আটক প্রসঙ্গে পুলিশের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে বিএনপি।
দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গলবার বিকেলে এ বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মান্নাকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তার বাসা থেকে তুলে নিয়ে গেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে আটক করা হয়নি। পুলিশের এ রকম বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘যে প্রক্রিয়ায় এই পর্যায়ের একজন নাগরিককে তুলে নেওয়া হল তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার এবং বেঁচে থাকার অধিকারের কোনো গ্যারান্টি অবশিষ্ট রইল না। আমরা সাংবিধানিক অধিকার, মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারি বাহিনীর কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
অবিলম্বে মান্নাকে পরিবার সদস্যদের কাছে ফেরত পাঠানো ও দায়ী আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিবৃতিতে দাবি জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ।