জয়ের বিকল্প ভাবছেন না মাশরাফি
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবেন অধিনায়ক মাশরাফি। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেছেন, ‘আমাদের প্রত্যেকের জন্য যে পরিকল্পনা দেওয়া আছে তা যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই রেজাল্ট আমাদের পক্ষে আসবে। কিন্তু এর আগে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে।’
মুশফিকের ইনজুরি কী অবস্থায়, উইকেট কিপিং করার জন্য প্রস্তুত কিনা- এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘মুশফিক পুরোপুরি ভাল আছে। আজ ব্যাটিংও করেছে অনেকক্ষণ। এখনও প্রায় ২৪ ঘণ্টা বাকি আছে। এটা হয়তো ফিজিও কাল সকালে বলতে পারবেন। কিন্তু ব্যাটিং করতে ওর কোনো সমস্যা নেই। আশা করছি সমস্যা হবে না। যদি কিপিং করতে সমস্যা হয়েই যায় তবে বিজয় আছে।’
মেলবোর্নের উইকেটে আপনাদের খেলার অভিজ্ঞতা নেই, কেমন দেখলেন উইকেট- এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘উইকেট তো আগের দিনও দেখেছি ভাল। আমার মনে হয় হাইস্কোরিং ম্যাচ হবে। উইকেট ভালই মনে হচ্ছে। উইকেটে ঘাসও নেই। ফ্লাট উইকেটই মনে হচ্ছে। এই ধরনের উইকেটে ভাল বল করলে উইকেটের সাহায্য পাওয়া যেতে পারে।’
দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে আল-আমিনের বিষয়টা কেন্দ্র করে, এটা কীভাবে ব্যাখ্যা করবেন- এ প্রশ্নে অধিনায়ক বলেছেন, ‘প্রথমত এটা আমাদের কাছে এখন অতীত। দ্বিতীয় সে অন্যায় করেছে; শাস্তি পেয়েছে। বিশ্বকাপের সবচেয়ে ডিসিপ্লিন দলটাই হচ্ছে আমাদের। আমাদের দলে এমন কেউই নেই যে দলের রুলস ব্রেক করে। আমাদের টিম পুরো ঠিক আছে। আমরা কালকের ম্যাচ নিয়ে তৈরি হচ্ছি।’
গত বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এটা প্রতিশোধের কোনো ম্যাচ হবে কিনা- এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘ওই সময় ভাল খেলতে পারিনি তাই হেরেছি। আফগানিস্তানের সঙ্গে খেলার আগে এই কথাটা এসেছে। অতীতের কোনোকিছু নির্দিষ্ট দিনে কোনো সাহায্য করে না। আমরা অবশ্যই আগে হেরেছি এবং সেটা বাজে খেলেছি বলেই। এখানে আমরা তা নিয়ে ভাবছি না; চিন্তা করছি কীভাবে ভাল খেলা যায়।’
সাঙ্গাকারা-মাহেলা ছাড়াও ওদের দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় আছে, ওদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা থাকছে কিনা- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘পরিকল্পনা থাকলে এটা এখানে ব্যাখ্যা করা কঠিন। শ্রীলঙ্কা দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে এটাই মূল কথা। আমাদের ফোকাসটা সেদিকেই। আমরা জানি আমরা এই ধরনের উইকেটে কখনও খেলিনি। এই মানসিকতা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। এভাবেই তৈরি হচ্ছি। অবশ্যই ওদের যারা ভাল খেলোয়াড় আছে, আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তবে আমরা ভাল কিছু করতে পরব।’
ম্যাচের টার্গেট কী- এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘এই মুহূর্তে জয় ছাড়া বিকল্প কোনো চিন্তা মাথায় নেই। তবে খেলায় হার-জিত অবশ্যই আছে। এটা আমি সব সময় বিশ্বাস করি। এ জন্য বাড়তি কথা বলতেও পছন্দ করি না। আমি প্রথমে বলব জয়। এর পর বলব যা যা পরিকল্পনা আছে সে সব পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করা। সরাসরি জয়ের চিন্তা করলে কাজটা কঠিন হবে। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারাটাই হবে প্রধান কাজ। এটা করতে পারলে জয় আসবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দলের কম্বিনেশন কেমন হতে পারে- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘চেঞ্জ থাকলেও এখন বলা যাচ্ছে না। এই ধরনের উইকেটে আমরা খেলে অভ্যস্ত নই। এ জন্য অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলাটাই সেভ মনে হয়েছে। তা ছাড়া এই উইকেটে ট্রু বাউন্স থাকে, এ জন্য অতিরিক্ত একজন পেসার খেলাতেই হয়।’
আল-আমিনের অভাবটা কতটুকু ফিল করবেন- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আল- আমিনের অধ্যায় শেষ এখানে। আমার মনে হয় এটা নিয়ে বিশ্বকাপে কথা বলে লাভ আছে। চাইলেও আমরা ওকে আনতে পারব না। ওর পরিবর্তে শফিউল আছে। শফিউলের এই স্টেজে খেলার অভিজ্ঞতা আছে যেটা আল-আমিনের বরং ছিল না। এই স্টেজে শফিউল কিন্তু ২-৩ ম্যাচ জিতিয়েছে। আমরা অভিজ্ঞ খেলায়াড় পেয়েছি। আমাদরে যা আছে আমরা তা নিয়েই লড়াই করব।’
মালিঙ্গা আউট অব ফর্মে এটা আমাদের জন্য স্বস্তির কিনা- এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘মালিঙ্গার বোলিং দেখেছি, ওর সঙ্গে আজ কথাও হয়েছে। হয়তো ও ফর্মে নেই। তবে একটা ভাল দিন আসতে কিন্তু সময় লাগে না। আমাদের ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। এর আগে অনেক ভাল অবস্থায় থাকতে ওকে খেলেছে। আমার মনে হয় ওকে নিয়ে কেউ বাড়তি চাপ নিচ্ছে না। অবশ্যই ডেথ বোলিং ও বিশ্বের সেরা বোলার।’
এই মাঠে ৩০০ প্লাস রান উঠেছে। এই মাঠটাও খুব বড়। এখানে রান তোলার ক্ষেত্রে ব্যাটসম্যানরা কতটা পারবে বলে মনে করছেন- এ ব্যাপারে মাশরাফি বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর আগে কেউই আসলে চিন্তা করেনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কন্ডিশনে ৩০০ করে রান হবে। এটা দেখেও ভাল লাগছে। বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তার পরও বলব বিশ্বকাপে হাইস্কোরং ম্যাচ দেখতেই সবাই চায়, পছন্দও করে। আবার সেই সঙ্গে ভাল বোলিং করতে পারলে একটা বেনিফিট পাওয়া যায়। আমাদের ব্যাটসম্যানদের কথা বললে বলব অবশ্যই তারা পারে। যদি আমরা শুরুটা ভাল করি তবে পারব। আমরা হয়তো ৩০০ না পারলেও কাছাকাছি যেতে পারব।’
টস কোনো ফ্যাক্টর হবে কিনা- এ প্রশ্নে তিনি বলেছেন, ‘টস ফ্যাক্টর হলেও এটা নিয়ে ভেবে লাভ নেই। আমার মনে হয়, এখানে ডিউ ফ্যাক্টরও নেই। আবার দ্বিতীয় ইনিংসে উইকেটও চেঞ্জ হয় না। এখানে ৮-১০ ঘণ্টা উইকেট একই রকম থাকে। ব্যাটিং-বোলিং যাই করি না কেন শুরুটা ভাল করাটাই গুরুত্বপূর্ণ। আমি সব সময় বলে এসেছি ভালর বিকল্প কিছু নেই। ভাল করতে পারলে রেজাল্টটাও আমাদের পক্ষে আসবে। ব্যাটিং আগে করি পরে করি এটা বিষয় না।’