খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপিপন্থী আইনজীবীদের বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে করেছেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।দলের ভাইস চেয়ারম্যান সাবেক বিচারপতি টি এইচ খানের মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় বুধবার সন্ধ্যায় তারা বৈঠকে বসেন।
বৈঠকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়াসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল ও সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
বিচারক আবু আহমেদ জমাদ্দার সময়ের আবেদন নামঞ্জুর ও জামিন বাতিল করে এ আদেশ দেন।