‘পুলিশ দিয়ে স্থায়ী সমাধান পাবেন না’

Ruhul-amin-gaziসম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘সাময়িক তৃপ্তি পেলেও পুলিশ বাহিনী দিয়ে আপনি স্থায়ী সমাধান পাবেন না।’
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘২১ এর চেতনা-বর্তমান প্রেক্ষিত শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘ধরা পড়লেও সাধারণ মানুষ গুলি থেকে নিস্তার পাচ্ছে না। এই সরকার শুধু মুখে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু তার পুলিশ বাহিনী ঘর থেকে নিরীহ মানুষকে ধরে নিয়ে সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা করছে।’
গাজী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছেন। আর আপনি তো একই দাবিতে জামায়াতকে সঙ্গে নিয়ে ১৭৩ দিন হরতাল করেছিলেন। তখন কত লোক মারা গিয়েছিল? আপনি কি বলতে পারবেন? পারবেন না, কাজেই আপনার মুখে খালেদা জিয়ার শাস্তির কথা মানায় না।’
তিনি বলেন, ‘২০১৩ সালের ৫ জানুয়ারি এক তামাশার নির্বাচনে এ অবৈধ সরকার ক্ষমতায় এসেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো দল অংশ নেয়নি। নির্বাচনে দেশের ৫ ভাগ ভোটারও ভোট দেয়নি। এ ধরনের সংসদকে যদি গণতান্ত্রিক সংসদ বলা হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে গণতন্ত্র শব্দটিকে মুছে ফেলতে হবে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জিয়া ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সাবেক সচিব আ ন হ আক্তার হোসেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend