কামারুজ্জামানের সঙ্গে পরিবার সদস্যদের সাক্ষাৎ শনিবার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন পরিবার সদস্যরা।
কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারির পর এটিই পরিবার সদস্যের প্রথম সাক্ষাৎ। শনিবার সকাল ১০টায় তারা কারাগারে পৌঁছাবেন।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মোহাম্মদ বিষয়টি জানিয়েছেন।