‘জয় বাংলা’ কনসার্ট ৭ মার্চ
অগ্নিঝরা ৭ মার্চকে উপলক্ষ করে ‘জয় বাংলা’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করা হয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। গান পরিবেশন করবেন ওয়ারফেজ, আর্টসেল, ক্রিফটেকফেইট, শিরোনামহীন, আরবোভাইরাস, শূন্যসহ জনপ্রিয় ৮টি ব্যান্ডদল।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে যোগ দিতে চাইলে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। http://joybanglaconcert.youngbangla.org/ -আগ্রহীরা এ লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
কনসার্টটি আয়োজন করছে ‘ইয়াং বাংলা’।