রেকর্ড ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে সবচেয়ে বেশি রানে ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানের ব্যবধানে হারিয়েছে দলটি। বিশ্বকাপের মঞ্চে যা কোনো দলের সবচেয়ে বেশি রানে ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে ২০০৭ সালে দুর্বল বারমুডার বিপক্ষে একই ব্যবধানে ম্যাচ জিতেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এতদিন এককভাবে এই রেকর্ড দখলে রেখেছিল ভারতীয়রা। তাদের রেকর্ডে এবার ভাগ বসাল দক্ষিণ আফ্রিকানরা।
বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ৪০৯ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৫ উইকেটে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৪০৮ রান করেছে প্রোটিয়ারা। এটি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে বারমুডার বিপক্ষে ২০০৭ সালের বিশ্বকাপে ৪১৩ রান করেছিল ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাংটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে হোল্ডারের বলে ক্যাচ আউট হয়েছেন ডি কোক (১২ রান)।
তবে শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। শেষ অবধি এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুতিরতে (১৬২* রান, ৬৬ বলে) বড় স্কোর গড়েছে তারা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে দলটি করেছে ৪০৮ রান। এ ছাড়া আমলা ৬৫, প্লেসিস ৬২ ও রোসোউ ৬১ রান করেছেন।।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১২ রানে আউট হয়েছেন বিশ্ব্কাপে একমাত্র ডাবল সেঞ্চুরির রেকর্ডধারী ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার পেসার কেইল অ্যাবোটের বলে স্ট্যাম্প হারিয়েছেন এই ক্যারিবীয় ‘ব্যাটিং টর্নেডো’।
এরপর ৪ রানের ব্যবধানে অ্যাবোটের বলেই মারলন স্যামুয়েলসের উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ব্যাটিং লাইনে আপে মূল ধ্বসটা নামিয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ১০ ওভার বোলিং করে ৪৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতার দিনে খানিকটা আলো ছড়িয়েছে অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাট। নয় নম্বরে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৫৬ রান করেছেন হোল্ডার। কিন্তু দলের লজ্জাজনক হার ঠেকাতে পারেননি তিনি। ৩৩.১ ওভারে ১৫১ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতে নিয়েছে রেকর্ড ব্যবধানে।
এই ম্যাচে বিশ্বকাপে দ্রুততম দেড়শত (১৫০) রান করার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৪০৮/৫; ৫০ ওভার (ভিলিয়ার্স* ১৬২, আমলা ৬৫, প্লেসিস ৬২, রোসোউ ৬১; গেইল ২/২১)
ওয়েস্ট ইন্ডিজ : ১৫১/১০; ৩৩.১ ওভার (হোল্ডার ৫৬, স্মিথ ৩১; তাহির ৫/৪৫, মর্কেল ২/২৩, অ্যাবোট ২/৩৭)
ফল : দক্ষিণ আফ্রিকা ২৫৭ রানে জয়ী
পয়েন্ট : দক্ষিণ আফ্রিকা ২, ওয়েস্ট ইন্ডিজ ০
ম্যাচ সেরা : এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)