ককটেল বানানোর সময় কব্জি গেল শিবিরকর্মীর
গাজীপুরে ককটেল বানানোর সময় বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেছে এক শিবিরকর্মীর। মহানগরের পূর্ব চান্দনার একটি বাসায় ককটেল বানাতে গেলে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল আলিম ওই এলাকার জমির উদ্দিন মুন্সির ছেলে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মিঠু শেখ জানান, মহানগরের পূর্ব চান্দনার একটি বাসায় ককটেল বানাতে গিয়ে শিবিরকর্মী আব্দুল আলীমের হাতের কব্জির কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়া হাতের মাংস ও রক্ত ঘরের দেয়াল, বেডশিট ও বিছানায় পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ককটেল তৈরির গান পাউডার, দিয়াশলাইয়ের কাঠি, সীসা, ইলেক্ট্রিক তার ও কৌটা পুলিশ উদ্ধার করেছে বলে জানান তিনি।
তবে আব্দুল আলিম দাবি করছেন, তিনি শিবিরকর্মী বা ককটেল বানানোর সঙ্গে জড়িত নন।