‘নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না’
আবাসিক ও শিল্প কারখানায় নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। আবাসিক ও শিল্প এলাকার জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য নানামুখি পরিকল্পনা নিয়েছে সরকার। এ সব পরিকল্পনার মধ্যে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন।
শনিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি-তে ‘পাওয়ার সিস্টেম ডেভলোপমেন্ট রিলাইবল সাপ্লাই কাস্টমার প্রাসপেকটিভ’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডা. তৌফিক ই এলাহী চৌধুরী এ তথ্য জানান।