র্যাবের অভিযান : শ্রীবরদীতে চার ককটেলসহ আটক যুবকে কারাগারে প্রেরণ
র্যাবের অভিযানে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া থেকে আটক সুলতান মিয়া (৩০) কে শনিবার আদালত কারাগারে প্রেরণ করেছে। শনিবার শ্রীবরদী উপজেলার চাংপাড়া এলাকায় সুলতান সরকার (৩০) নামের ওই যুবককে আটক করে র্যাব। এ সময় তার নিকট থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব-১৪। আটক সুলতান ওই এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-১ স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ জেড এম তৈমুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকার কয়েকজন সন্ত্রাসী একত্রে নাশকতার জন্য বিস্ফোরক বহন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার চাংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি ককটেলসহ সুলতান মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বেলায়ত হোসেন তরফদার জানান, আটক সুলতানকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে শ্রীবরদী থানায় হস্তান্তর করলে আজ শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।